ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

প্রকাশিত: ০৬:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৫ সেপ্টেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের কেউটগাঁও গ্রামে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এডব্লিউএম রায়হান শাহ্ ও স্থানীয় মানবাধিকার কর্মী নাহিদ পারভিন রিপার হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। প্রশাসনের টের পেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বর আকবর আলী পালিয়ে গেছে। ওই গ্রামের মোঃ বেলাল হোসেনের কন্যা পিএস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বেবী আক্তারের (১৫) সঙ্গে করনা গ্রামের আকবর আলীর সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি ওই বাল্যবিয়ে বন্ধ করেন। হবু জামাই অপহৃত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু গর্জনিয়া থোয়াইংগা কাটার রোহিঙ্গা নবী হোসেনের ঘোনা নামের এলাকা থেকে জামাল হোসেন নামের এক ব্যক্তিকে অপহরণ করেছে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা। বিয়ের দিন তারিখ ঠিক করতে নতুন জামাই শ্বশুরবাড়িতে এলে মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তি বড়বিলের নবী হোসেনের পুত্র। গৃহকর্তা শফি আলম জানান, সোমবার রাত একটার দিকে তিন অস্ত্রধারী সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় খাওয়ার পানি পান করার কথা বলে ঘুম থেকে ডেকে তোলে। বাড়ির ভিতর ঢুকে নিজেদের শিকারি পরিচয় দিয়ে তারা আমাদের দুই জনকে হাত ও চোখ বেঁধে ফেলে। ঘর থেকে বের করে কিছু দূর নেয়ার পর আমাকে (শফি আলম) ছেড়ে দেয়। হাত বাঁধা অবস্থায় জামাল হোসেনকে তারা নিয়ে যায়।
×