ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে তৃণমূলে নির্বাচনের উত্তাপ

প্রকাশিত: ০৬:২৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বরিশালে তৃণমূলে নির্বাচনের উত্তাপ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে চান সবাই। অনেকে রাজনীতিতে নাম লিখিয়েই মনোনয়ন চান। আমি নতুন কৌশলে এগোচ্ছি। সেবার মাধ্যমে সর্বস্তরের মানুষের সেবক হতে চাই। বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এসআর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোঃ সালাহউদ্দিন রিপন গণসংযোগকালে এসব কথা বলেন। দীর্ঘদিন থেকে সদর আসনে নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করে যাওয়া সালাহউদ্দিন রিপন গত কয়েকদিনে নির্বাচনী এলাকার চরমোনাই, বুখাইনগর, চন্দ্রমোহন এলাকায় নারী সমাবেশের মাধ্যমে নিজেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে অনুরূপ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মহিলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ এলাকায় সাঁটানো হয়েছে বিশাল আকৃতির নির্বাচনী বিলবোর্ড। সাবেক ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধার সন্তান সালাহউদ্দিন রিপন বর্তমানে রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা। তিনি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের বাসিন্দা। এস.আর সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে তিনি এ পর্যন্ত সদর উপজেলার ২০ হাজারের অধিক দুস্থ পরিবারকে হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা প্রদান, ১৮ হাজার দরিদ্র মানুষকে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসা সেবা, সহ¯্রাধিক পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী, দারিদ্র্য এসএসসি ও দাখিল এবং ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম এক হাজার পরীক্ষার্থীর ফরম পূরণে বোর্ড ফি প্রদান করেছেন। সালাহউদ্দিন রিপন বলেন, মানুষের কল্যাণে কাজ করতে নেমে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়েছি। সদর উপজেলার সর্বস্তরের মানুষও আমাকে প্রার্থী হিসেবে চাইছেন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলের মনোনয়ন চাইব।
×