ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গলাচিপা-দশমিনায় গণসংযোগে ব্যস্ত আখম জাহাঙ্গীর

প্রকাশিত: ০৬:২৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

গলাচিপা-দশমিনায় গণসংযোগে ব্যস্ত আখম জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালী-৩ আসনের গলাচিপা ও দশমিনার মাঠ পর্যায়ে গণসংযোগে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ নেতা ও বর্তমান এমপি আখম জাহাঙ্গীর হোসাইন। গত চারদিনে অন্তত ১৫টি কর্মসূচীতে অংশ নেয়া ছাড়াও তৃণমূল নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। ব্যক্তিগত যোগাযোগ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন সাধারণ মানুষের সঙ্গে। বেশ কয়েকটি সরকারী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন। সাবেক প্রতিমন্ত্রী ও এ আসন থেকে চারবারের নির্বাচিত এমপি আখম জাহাঙ্গীর হোসাইন গণসংযোগ কর্মসূচীর অবসরে মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বড় গাবুয়া গ্রামে পল্লী বিদ্যুত সংযোগ কর্মসূচীর উদ্বোধন করেন। পল্লী বিদ্যুতের উদ্বোধন হওয়ায় বড় গাবুয়া গ্রামের এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুত সুবিধার আওতায় এসেছে। এতে গ্রামবাসীর দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হয়েছে। এছাড়া আখম জাহাঙ্গীর হোসাইন শনিবার দশমিনা উপজেলা সদরে স্থাপিত হতে যাওয়া ল্যান্ড সার্ভে ইনস্টিটিউটের সাইট পরিদর্শন করেন। দশমিনা উপজেলা সদরে ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পটি এরই মধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। একইদিনে আখম জাহাঙ্গীর হোসাইন দশমিনার কাটাখালী ও বাঁশবাড়িয়া গ্রামে পল্লী বিদ্যুত সংযোগ কর্মসূচীর উদ্বোধন ছাড়াও স্থানীয় ডলি আকবর মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রবিবার দশমিনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ আদমপুরা মৃধা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। একইদিনে রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ যৌথা ও আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামে দুই হাজারেরও বেশি পরিবারের বিদ্যুত সংযোগ কর্মসূচীর উদ্বোধন করেন। সোমবার গলাচিপার বুড়িরবাঁধ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনসহ বেশ কয়েকটি সরকারী-বেসরকারী কর্মসূচীতে যোগ দেন। এসব কর্মসূচী ছাড়াও আখম জাহাঙ্গীর হোসাইন এমপি বেশ কয়েকটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
×