ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এখন আমরা খাদ্য রফতানি করছি ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এখন আমরা খাদ্য রফতানি করছি ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিজেদের চাহিদা মিটিয়ে এখন আমরা বিদেশেও খাদ্য রফতানি করছি। সাধারণ মানুষকে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়েছে। সারাদেশে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এই খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বর্তমানে সারাদেশে আড়াই কোটি মানুষ সুবিধা পাচ্ছে। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচীর বাংলাদেশের প্রতিনিধি রিচার্ড রিগান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহবুদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব ওমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে যে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে তা পর্যায়ক্রমে পুষ্টিসমৃদ্ধকরণের মাধ্যমে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ’৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন দেশে খাদ্য ঘাটতির পরিমাণ ছিল ৪০ লাখ মেট্রিক টন। ২০০১ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে ২৬ লাখ মেট্রিক টন খাদ্য রেখে যায়। ২০০৯ সালে আবার ১৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি রেখেই আওয়ামী লীগ যাত্রা শুরু করে এবং প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। নেত্রকোনায় উঠান বৈঠক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ সেপ্টেম্বর ॥ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন চৌধুরী সোমবার রাতে মদন উপজেলার দেওসহিলা গ্রামে উঠান বৈঠক করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাহার মিয়ার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মমতাজ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা গাজী আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা রেনু মিয়া, কবীরুজ্জামান, ফারুক চৌধুরী, লিয়াকত আলী ভূঁইয়া, যুবলীগ নেতা আনোয়ার চৌধুরী, সোহাগ চৌধুরী, মফিজ উদ্দিন চৌধুরী, আবুল কালাম প্রমুখ।
×