ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিরোধী জোটের প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ জয়ী

প্রকাশিত: ০৬:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বিরোধী জোটের প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ জয়ী

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে রবিবারের ৯২ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে সোলিহ ১৬ শতাংশ ভোট বেশি পেয়েছেন। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের এ পরাজয় অপ্রত্যাশিত, কারণ ইয়ামিনের জয় নিশ্চিত করতে পাতানো নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিল নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণকারীরা। নিউজ ওয়েবসাইট মিহারুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৪৩ মিনিটে ৪৭২টি ব্যালট বাক্সের মধ্যে ৪৪৬টির ভোট গণনা শেষে দেখা গেছে বিরোধীদলীয় নেতা সোলিহ ১৬ দশমিক ছয় শতাংশ ভোটে এগিয়ে আছেন। সোমবার ভোরে দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলেও সোলিহ ৫৮ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে। ফলাফল আসার পর রাজধানী মালেতে ইবু নামে পরিচিত সোলিহ বলেছেন, ‘সুখের মুহূর্ত এটি, আশার মুহূর্ত ব্যালট বাক্সে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে।’ সূত্র : ইন্টারনেট
×