ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উহান ওপেনে ওজনিয়াকি, কারবার তৃতীয় রাউন্ডে, বিদায় সিতোলিনা

প্রকাশিত: ০৬:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

উহান ওপেনে ওজনিয়াকি, কারবার তৃতীয় রাউন্ডে, বিদায় সিতোলিনা

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের উহান ওপেনে দারুণ জয় তুলে নিয়েছেন বিশ্বের দুই নম্বর ক্যারোলিন ওজনিয়াকি ও তিন নম্বর এ্যাঞ্জেলিক কারবার। দু’জনই উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। সরাসরি এ দুই তারকা খেলেছেন দ্বিতীয় রাউন্ডে। সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেবারিট এ দুই তরুণীই উঠে গেলেন পরবর্তী রাউন্ডে। তবে বিদায় নিয়েছেন ৬ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনা। বেলারুশের উঠতি তারকা আরিনা সাবালেঙ্কার কাছে হেরে যান তিনি। ডেনমার্কের সুন্দরী ওজনিয়াকি এ বছরই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন অস্ট্রেলিয়ান ওপেনে। তারপর থেকে তার সময়টা কাটছে ভাল-মন্দের মিশেলে। উহানে তিনি প্রথম রাউন্ডে বাই লাভ করেছেন। দ্বিতীয় রাউন্ডে প্রথম নেমেছিলেন, প্রতিপক্ষ ছিলেন ৬১তম র‌্যাঙ্কিংধারী সুইডেনের রেবেকা প্যাটারসন। সুইডিশ এ তরুণী খুব কমই পেরেছেন ওজনিয়াকিকে সমস্যায় ফেলতে। প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন। ৫-২ ব্যবধানে পিছিয়ে থাকার পর ব্রেক পয়েন্টও জিতে যান। কিন্তু সরাসরি ৬-৪, ৬-১ সেটের জয় তুলে নেন ওজনিয়াকি। এবার তিনি খেলবেন ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন পুয়ের্টোরিকোর মনিকা পুইগের বিরুদ্ধে। আসরের অবাছাই পুইগ দ্বিতীয় রাউন্ডে বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচকে ৬-২, ৬-২ সেটে পরাজিত করেন। গত সপ্তাহেই প্যানপ্যাসিফিক ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন ওজনিয়াকি। উহানে শুরুটা ভালভাবেই করলেন। গত বছর ডব্লিউটিএ ফাইনালস আসরের শিরোপা জিতেছিলেন প্রথমবারের মতো। এই আসর শেষেই তিনি আবার সেখানে যাবেন চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনে। আগামী মাসে সিঙ্গাপুরে বর্তমান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ জন তারকাকে নিয়ে ডব্লিউটিএ ফাইনালস অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন জার্মান তারকা কারবারও। সাবেক এ বিশ্বসেরা এখন র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছেন। উহানে বেশ ভালভাবেই প্রস্তুত হতে পারবেন তিনি। প্রথম ম্যাচ খেলতে নেমেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে হারিয়ে দিয়েছেন কারবার। ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেননি ম্যাডিসন। ৬-০, ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। নিশ্চিত পরাজয়ের মুখে থেকে এরপর আবার হাঁটুর ইনজুরিতে পড়েন। শেষ পর্যন্ত ম্যাচ অসমাপ্ত রেখেই সরে দাঁড়ান ম্যাডিসন। কারবার এ মৌসুমটা সফলতার সঙ্গে শেষ করতে পারলে আবারও শীর্ষস্থান ফিরে পেতে পারেন। কিন্তু জার্মান এ তারকা জানিয়েছেন র‌্যাঙ্কিং নিয়ে কোন মাথাব্যথা নেই তার। তিনি বলেন, ‘আমার কাছে কোর্টে যাওয়ার পর সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে মজা করে নিজের সেরাটা উপহার দিয়ে খেলা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা। এরপর বছর শেষে দেখা যাবে সেটি আমাকে কোথায় নিয়ে যায়।’ বর্তমান বিশ্বসেরা রোমানিয়ার সিমোনা হ্যালেপও এই আসরে অংশ নিচ্ছেন। তিনি এখনও ম্যাচ খেলতে নামার অপেক্ষায় আছেন। তিনি খেলবেন ডোমিনিকা সিবুলকোভার বিপক্ষে। উহানের ২৭ লাখ মার্কিন ডলারের এ আসরে বর্তমান ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা দশের মধ্যে ৯ জনই অংশগ্রহণ করছেন। ইউএস ওপেন জেতা জাপান বিস্ময় ৭ নম্বর র‌্যাঙ্কিংধারী নাওমি ওসাকা অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এখন পর্যন্ত ডব্লিউটিএ ফাইনালসে খেলা নিশ্চিত হয়েছে হ্যালেপ, ওজনিয়াকি ও কারবারের। এরই মধ্যে ৬ নম্বর তারকা সিতোলিনা হার দেখলেন দ্বিতীয় রাউন্ডেই। তাকে ৬-৪, ২-৬, ৬-১ সেটে হারিয়ে বিদায় দিয়েছেন সাবালেঙ্কা। তবে এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেইট ৬-২, ৬-৪ সেটে ডোনা ভেকিচকে হারিয়ে দিয়েছেন।
×