ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে উত্তরসূরিদের পারফর্মেন্সে খুশি হতে পারছেন না পাকিস্তান গ্রেট

টাইগারদের শক্ত প্রতিপক্ষ বলছেন ওয়াসিম আকরাম

প্রকাশিত: ০৬:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮

টাইগারদের শক্ত প্রতিপক্ষ বলছেন ওয়াসিম আকরাম

শাকিল আহমেদ মিরাজ ॥ আমিরাতে এবারের এশিয়া কাপে পাকিস্তানকে বলা হচ্ছিল হট-ফেবারিট। কিন্তু সরফরাজ আহমেদের দল মাঠের পারফর্মেন্সে মন ভরাতে পারছে না। গ্রুপপর্বে দুর্বল হংকংকে হারালেও ভারতের কাছে বিধ্বস্ত হয় তারা। সুপারফোরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পাত্তা পায়নি। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া কষ্টের জয়ে কোনমতে ফাইনালের রেসে টিকে আছে। সুপারফোরে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটা তাই সরফরাজদের জন্য অঘোষিত সেমিফাইনাল। ডু অর ডাই। খোদ পাকিস্তান কোচ মিকি আর্থার শিষ্যদের মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরফরাজরা আসলে কোন বিভাগেই প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না। বিশেষ করে ব্যাটিংটা হচ্ছে খুবই বাজে। ওয়াসিম আকরামও উত্তরসূরিদের নৈপুণ্যে খুশি নন। পাশাপাশি টাইগারদের শক্ত প্রতিপক্ষ বলে সমীহ করেছেন ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তি। ওয়াসিম আকরাম বলেন, ‘এটা স্বীকার করতেই হবে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। শেষ তিনটা এশিয়া কাপের দুইটাতেই ফাইনালে খেলা সামান্য ব্যাপর নয়। ওরা যথেষ্ট ভাল দল। বিশেষ করে ওয়ানডে ফরমেটে। পাকিস্তানের জন্য কাজটা সহজ হবে না। এই ম্যাচটা জিতলে আবার ফাইনালে ভারত। সে তো আরও কঠিন! এশিয়া কাপে দল এখন পর্যন্ত যেভাবে খেলছে তাতে আমি খুশি হতে পারছি না। তবে আমাদের হাতে যে ক্রিকেটার আছে তাদের নিয়েই লড়তে হবে। পাকিস্তান দলে তো আর কোন স্যার ডন ব্র্যাডম্যান নেই যে এসে জিতিয়ে দিয়ে যাবে। ছেলেদের উদ্দেশে একটা কথাই বলব। ফল এবং প্রতিপক্ষ নিয়ে না ভেবে ভয়ডরহীন ক্রিকেট খেল।’ আসরে সরফরাজদের এমন নৈপুণ্য দেখে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছে, ওরা ভয় পেয়ে খেলছে। ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে নামছে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা ঘাবড়ে যাচ্ছে।’ অথচ এই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। ওয়াসিম আকরাম বলেন, ‘আপনারা কেন বারবার চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন আমি জানি না। সে তো প্রায় দেড় বছর হয়ে গেছে। দেখতে হবে বর্তমানে দল কেমন করছে। যা মোটেই ভাল নয়।’ এশিয়া কাপে আসলে সমস্যাটা কোথায়? ‘ছেলেদের মধ্যে দক্ষতার অভাব নেই। কিন্তু ওদের শরীরী ভাষা আমার একদমই ভাল লাগছে না। কেমন ভিতু ভিতু আর ঘাবড়ানো। দেখেই মনে হচ্ছে প্রচ- চাপের মধ্যে। গ্লাভসে বল লাগছে, তাও আম্পায়র এলবিডব্লিউ দিচ্ছে (ভারত ম্যাচে ফখর জামানের আউট প্রসঙ্গে)। অথচ ব্যাটসম্যান রিভিউ নিচ্ছে না। নন-স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানও কিছু বলছে না। এ সবই প্রচ- চাপের লক্ষণ। ওদের অবশ্যই এই চাপ থেকে বেরিয়ে আসতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে’ বলেন তিনি। এশিয়া কাপে পাকিস্তানের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন ওয়াসিম আকরাম, ‘টুর্নামেন্টে ভারতই একমাত্র দল যারা ধারাবাহিক ভাল খেলছে। ভারত এখন পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তারপরও ওদের কাছে দুটি ম্যাচে এভাবে হারাটা মেনে নেয়া যায় না।’ গ্রুপপর্বে ভারতের কাছে ৮ উইকেটে ও সুপারফোরে ৯ উইকেটে হারে সরফরাজের পাকিস্তান। ওয়াসিম আকরাম বলেন, ‘দুটি ম্যাচ দেখার পর মনে হচ্ছে আমরা ওদের সমমানের নই।’ সুপারফোরে ভারতের কাছে লজ্জাজনক হারের পর প্রধান কোচ মিকি আর্থার বলেছিলেন, ‘এই মুহূর্তে দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের সঙ্কট চলছে। ড্রেসিং রুমে ব্যর্থতার ভয় কিছুটা হলেও গ্রাস করেছে। ক্রিকেট দল হিসেবে আসলেই এখন আমরা কি অবস্থায় আছি সেটাই আমরা এখন বুঝতে পারছি।’ আর্থার আরও যোগ করেন, ‘ক্রিকেট হচ্ছে আত্মবিশ্বাসের খেলা। ফখর জামানকে দেখুন। আমরা জানি ও’ কতটা অবিশ্বাস্য খেলোয়াড়। পার্থক্য গড়ে দেয়ার মতো খেলোয়াড় সে। কিন্তু এই মুহূর্তে নিজের খেলা নিয়ে ওর মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্ব চলছে। আমরা প্রত্যাশা করি ও’ বাংলাদেশ ম্যাচেও আমাদের ভাল শুরু এনে দেবে। দ্রুত সবাই সব বুঝতে পারবে। শুধরে নেবে।’
×