ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রাক্তন সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] ৪৫। বোরনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৩ ৪৬। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৬ ৪৭। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,২ ৪৮। নিয়নের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৮ ৪৯। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৫ ৫০। কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখ। উত্তর : ২,৪ ৫১। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর : ১৪ ৫২। মৌলিক পদার্থের ধর্ম মূলত কীসের উপর নির্ভর করে? উত্তর : পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর ৫৩। আয়ন কাকে বলে? উত্তর : আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। ৫৪। ক্যাটায়ন কাকে বলে? উত্তর : যে আয়নে ধনাতœক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। ৫৫। অ্যানায়ন কাকে বলে? উত্তর : ঋণাতœক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। ৫৬। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর : ৮টি ৫৭। একটি পরমাণুর প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? উত্তর : ২টি ৫৮। একের অধিক পরমাণু যুক্ত হয়ে কী গঠন করে? উত্তর : অণু ৫৯। কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৫; ভরসংখ্যা ৩১। ঐ মৌলের নিউট্রন সংখ্যা কত? উত্তর : ১৬ ৬০। একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়? উত্তর : ২টি ৬১। ঘধ+ এর ইলেকট্রন সংখ্যা কত? উত্তর : ১০ ৬২। পরমাণুর কক্ষপথগুলোতে কোন সূত্রানুযায়ী ইলেকট্রন বিন্যাস করা যায়? উত্তর : ২হ২ ৬৩। নিষ্ক্রিয় পরমাণু কী? উত্তর : কোনো পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, সেই কক্ষপথে যদি ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে ঐ পরমাণুকে নিষ্ক্রিয় পরমাণু বলে। ৬৪। ইলেকট্রন বিন্যাস কাকে বলে? উত্তর : বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের নির্দিষ্ট সজ্জাই হলো ইলেকট্রন বিন্যাস। ৬৫। শক্তিস্তর কাকে বলে? উত্তর : কোনো মৌলের পরমাণুতে ইলেকট্রনসমুহ যে নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে সেসব কক্ষপথকে শক্তিস্তর বলে।
×