ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামায়াত না ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য হবে না ॥ আসম রব

প্রকাশিত: ০৮:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

জামায়াত না ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য হবে না ॥ আসম রব

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির অনুরোধে আগামী ২৯ সেপ্টেম্বর দলটির সমাবেশের পর বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লিয়াঁজো কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তার বারিধারার বাসায় যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অন্যদিকে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, জামায়াতকে না ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য হবে না। বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বৈঠকের পর সাংবাদিকদের বলেন, স্বাধীনতাবিরোধী দল বা ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন ঐক্য হতে পারে না। বিএনপির সঙ্গে আমরা জাতীয় ঐক্য চাই, তবে এই ঐক্যে আসতে হলে বিএনপিকে অবশ্যই জামায়াতকে ছেড়ে আসতে হবে। বিকল্প ধারার জামায়াত ছাড়ার প্রস্তাব নিয়ে বৈঠকে অংশ নেয়া টুকু কিংবা বিএনপির অন্য কোন নেতার সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। বৈঠকের বিষয়ে বি চৌধুরী বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আর বর্তমান যে রাজনৈতিক অবস্থা তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ভবিষ্যত প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির সঙ্গে আমরা অনেক কাছাকাছি এসেছি। বিএনপির প্রতিনিধি জানালেন, ২৯ সেপ্টেম্বর তাদের সমাবেশ আছে। তাদের অনুরোধের কারণেই তাদের সমাবেশের পর লিয়াঁজো কমিটি গঠন করা হবে। সেই জনসভার মাধ্যমে আমাদের সঙ্গে ভবিষ্যত প্রক্রিয়া কী প্রক্রিয়া হবে, তা তারা বলবে। আশাকরি, ভবিষ্যতে আমরা আরও কাছাকাছি হতে পারব। তিনি জানান, বিএনপির প্রস্তাব অনুসারে ২৯ সেপ্টেম্বরের পরই লিয়াঁজো কমিটি হবে। এ ব্যাপারে বৈঠকের সবাই একমত হয়েছেন। বি চৌধুরী আরও বলেন, আমি বিশ্বাস করি, আমাদের ঐক্য ভারসাম্যের ভিত্তিতে হবে। যারা মুক্তিযুদ্ধের মানচিত্রকে এখনও অস্বীকার করে, তাদের বাদ দিয়ে বাংলাদেশের সবার সঙ্গে ঐক্য কামনা করি। বিএনপির প্রতিনিধি দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, বি চৌধুরী সব বলে দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর আমাদের সমাবেশ আছে। ওই সমাবেশ থেকে আমাদের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরব। টুকু বলেন, গত ২২ সেপ্টেম্বর সমাবেশের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্য প্রক্রিয়া যাতে সফল হয়, সে চেষ্টা আমরা করবো। এই সভায় ছিলেন বিকল্পধারা ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলী, ঢাকা দক্ষিণের সভাপতি সাহিদুর রহমান, বিকল্প যুবধারার সভাপতি ওবায়েদুর রহমান মৃধা, বিকল্প শ্রমজীবী ধারার সভাপতি আইনুল হক, বিকল্প স্বেচ্ছাসেবক ধারার সভাপতি বি এম নিজাম উদ্দিন এবং প্রজন্ম বাংলাদেশের মহাসচিব যুবরান গাজী। সেখানে টুকু ও জাফরুল্লাহ ছাড়াও ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলÑ জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মান্না। বৈঠকে জেএসডির আবদুল মালেক রতন, তানিয়া রব, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জাহেদুর রহমান, গণফোরামের আ ও ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার ওমর ফারুকও উপস্থিত ছিলেন।
×