ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার সাঁওতালদের জীবনের উন্নয়নে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ২১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

গাইবান্ধার সাঁওতালদের জীবনের উন্নয়নে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার আদিবাসী সাঁওতালদের জীবন মান ও শিক্ষার উন্নয়নে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার অসহায় অবহেলিত আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর দ্রুত পুনর্বাসনে তাদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল একাধিকবার সরেজমিনে সাঁওতাল পল্লীগুলো পরিদর্শন করে এবং তাদের সাথে মতবিনিময় করে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে সাঁওতালদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত মাদারপুর সাঁওতাল পল্লীর মঙ্গল রমেশ প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। তদুপরি বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, এই বিদ্যালয়টিতে সাঁওতাল ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব সানতালী ভাষায় শিক্ষাদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিসিলা মুরমুর কাছে এই আর্থিক সহায়তার বরাদ্দপত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল সাঁওতালদের বিশেষ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, জমি আছে ঘর নেই অথবা জরাজীর্ণ বাড়িঘরের সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
×