ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বে ঢাকা-দিল্লীর ঐকমত্য

প্রকাশিত: ২২:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বে ঢাকা-দিল্লীর ঐকমত্য

অনলাইন রিপোর্টার ॥ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের জন্য অপেক্ষমাণ বাংলাদেশ ও ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে। ঢাকায় বুধবার দুই দেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সুরেশ প্রভুর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক যৌথ সংবাদ সম্মেলনে প্রভু বলেন, “এটা যেমন আধুনিক তেমন বাস্তবসম্মত।” ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আছে এবং দুটি দেশই দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) সদস্য, যার অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। তখন দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে নতুন দ্বিপক্ষীয় চুক্তির প্রয়োজন হবে।
×