ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশৃঙ্খলা করলে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বিশৃঙ্খলা করলে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে ॥ সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য সরকার বিএনপিকে অনুমতি দিয়ে দিয়েছে। অথচ তারা আজও বলছে, অনুমতি দেয়নি। বিএনপি মিথ্যার রাজনীতি করে।’ আজ বুধবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঊপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুর হাকিম এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজীকেরামত আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসানচৌধুরী নওফেল, কুষ্টিয়া আওয়ামীলীগের সভাপতিমোঃ সদরউদ্দিন খান, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আরজ প্রমুখ মন্ত্রী বলেন, রাজপথে কাউকে কোন সভা সমাবেশ করতে দেয়া হবেনা। আমরাও করবোনা। রাজপথে কোন বিশৃঙ্খলার সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে সমুচিত জবাব দেবে। মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। যদি দৌলতদিয়াÑপাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু দেখতে চান তাহলে নৌকায় ভোট দিন। মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে নির্বাচন। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন। ব্যানারফেস্টুন, মোটর শোভাযাত্রা করে মনোনয়ন পাওয়া যাবে না। জনমত যার পক্ষে আছে শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবে। এর আগে মন্ত্রী পাংশার শিয়ালডাঙ্গি মোড়ে আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক (আর ৭১০) এর তালতলা হতে শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩৩.৩৯০ কিলোমিটার সড়কাংশ প্রশস্তকরণ ও পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
×