ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে

প্রকাশিত: ২৩:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলের নাগরপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের নাগরপুরে বেইলী ব্রিজ ভেঙ্গে একটি ড্রাম ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা এবং বৃহত্তর ফরিদপুরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বালি ভর্তি একটি ট্রাক উপজেলার ভালকুটিয়া যাওয়ার পথে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা বাজার সংলগ্ন উত্তর পাশে খালের উপর নির্মিত বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে কোন হতাহতের খবর জানা যায়নি। ব্রিজ ভেঙ্গে পড়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ সড়কে পথচারীদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অতিদ্রুত ব্রিজটি মেরামত করা না হলে জনজীবন ও যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। নাগরপুর ফায়ার সার্ভিস জানায়, আমরা সেখানে কোন হতাহতের খবর পাইনি। খবর পেয়ে আমাদের ডুবুরি দল পানিতে নেমে সার্চ করে ড্রাউভার ও হেলপারের পোষাক উদ্ধার করেছে। টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এসহান বলেন, টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বারাপুষা নামকস্থানে বেইলী ব্রিজ ভেঙ্গে একটি ট্রাক খালে পড়ার সংবাদ শুনেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে খাল থেকে ট্রাকটি উদ্ধার করে অতিদ্রুত ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন বলেন, টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা নামকস্থানে খালের উপর নির্মিত ব্রিজ ভেঙ্গে একটি ট্রাক খাদে পড়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি অতিদ্রুত মেরামত করার জন্য জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেয়া হয়েছে।
×