ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে মুদি দোকানি নিখোঁজের ঘটনায় মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৩:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

লৌহজংয়ে মুদি দোকানি নিখোঁজের ঘটনায় মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার হলদিয়া বাজারের মুদি দোকানি আল আমিন (৩০) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে একটি নম্বর থেকে আল আমিনকে আটকে রাখা হয়েছে দাবি করে মুক্তিপণ চাওয়া হয়েছে। গত সোমবার দুপুরে মালামাল আনতে দোকান বন্ধ করে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেয় আল আমিন। পরের দিন মঙ্গলবার সকালের মধ্যে সে ফিরে না এলে তার বন্ধু আবদুর রশিদ লৌহজং থানায় ডায়েরি করেন। রশিদ জানান, এদিন রাত ১১টার দিকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। রশিদ আল আমিনের সাথে কথা বলে টাকা দিবে, এই শর্তে রাজি হয়। কিন্তু মুক্তিপণ দাবিকারী রশিদের সাথে তার বন্ধু আল আমিনের কথা বলিয়ে দিতে পারেনি। পরে একই রাতে আল আমিনের ফোন নম্বর থেকেও মুক্তিপণ চাওয়া হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানার ওসি মো. লিয়াকত আলী জানান, আমরা উক্ত নম্বর থেকে মুক্তিপণ দাবিকারীকে শনাক্ত করার চেষ্টা করছি।আল আমিনের বাড়ি শ্রীনগর থানার কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামে। তার পিতার নাম মৃত আমজাদ হোসেন। তার স্ত্রী ও ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আল আমিন দক্ষিণ হলদিয়া ভাড়া বাসায় থাকেন।
×