ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৩:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা মদীনাবাগ এলাকায় প্রায় ১৬শ’ ফুট অবৈধ গ্যাস সংযোগের পাইপ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কর্তৃপক্ষ। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এ অভিযান চালায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল কবিরের নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার, উপ-সহকারী প্রৌকশলী আজিজুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ। উপ-ব্যবস্থাপক আব্দুল কবির জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা মদীনাবাগ এলাকায় সাঈদ ও উজ্জল নামে অসাধু দুই ব্যক্তি তিতাস কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধ ভাবে এক ইঞ্চি পাইপের ১৬শ’ ফুট গ্যাস সংযোগ স্থাপন করে। যা আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগের পাইপ বিচ্ছিন্ন করেছি। এছাড়াও ১ ইঞ্চি পাইপ লাইন ৯শ’ ফুট ও থ্রি-ফোর ইঞ্চির পাইপ লাইন ২শ’ ফুট উচ্ছেদ করা হয়েছে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে গ্যাস আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
×