ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুইটারকে বিদায় জানাচ্ছেন সোনম

প্রকাশিত: ২০:০৪, ৭ অক্টোবর ২০১৮

টুইটারকে বিদায় জানাচ্ছেন সোনম

অনলাইন ডেস্ক ॥ টুইটার থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলে পরিচিত এই অভিনেত্রী শনিবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন। হঠাৎ কেন মাই্ক্রো ব্লগিং ওয়েবসাইট থেকে দূরে থাকার সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ৩৩ বছরের এই অভিনেত্রী। তবে সম্প্রতি টুইটার তার ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন সোনম। শেষ টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমি আপাতত টুইটার থেকে সরে যাচ্ছি। কারণ, বর্তমানে এটি খুবই নেতিবাচক। সবার প্রতি শান্তি কামনা এবং ভালোবাসা রইল।’ যদিও সোশ্যাল মিডিয়ার ওপর বিরক্তির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি সোনম, তবে জানা গেছে, শেষ টুইট বার্তার আগে ইন্সটাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে তিনি এক ব্যবহারকারীর ট্রোলের স্বীকার হয়েছিলেন। ওই পোস্টে মুম্বাই শহরের দূষণ সম্পর্কে মন্তব্য করেছিলেন সোনম। ইন্সটাগ্রাম বার্তায় তিনি লিখেছেন, ‘শহরে পৌঁছাতে আমার দুই ঘণ্টা সময় লেগেছ। অথচ এখনও গন্তব্যে পৌঁছাতে পারিনি। রাস্তাগুলোর অবস্থা খুবই বাজে এবং দূষণ হাস্যকর। বাড়ি থেকে বের হওয়া এখন চরম অাতঙ্কের।’ তার এ বার্তাটি স্ক্রিনশটসহ টুইটারে শেয়ার করেছেন এক ব্যবহারকারী। বৈশ্বিক উষ্ণতার জন্য সোনমকেও দায়ী করেছেন ওই ব্যক্তি। তিনি লিখেছেন, ‘আপনাদের মতো ব্যক্তিদের কারণেই আজ এই অবস্থা, যারা গণপরিবহন ব্যবহার করেতে চান না অথবা কম জ্বালানি খায়-এমন যানবাহন ব্যবহার করেন না। আপনি জানেন যে, আপনার গাড়ি প্রতি লিটারে ৩-৪ কিলোমিটারের বেশি যায় না। আপনার ১০/২০ আকারের বাড়িতে যে এসি ব্যবহার করা হয়, সেটাও বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী। আপনার দ্বারা যে দূষণ হচ্ছে, আগে সেটা নিয়ন্ত্রণ করুন।’ এর জবাবে সোনম কাপুর লিখেছেন, ‘আপনাদের মতো ব্যক্তিদের কারণেই মেয়েরা হয়রানির আশঙ্কায় গণপরিবহনে উঠতে চান না।’ গত বছর এক টুইট বার্তায় তিনি তার ভক্ত ও অনুসারীদের অনুরোধ জানিয়েছিলেন, তারা যেন অনলাইনে সেলিব্রেটিদের ট্রোল করা থেকে বিরত থাকেন। সূত্র: এনডিটিভি
×