ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌখিক অভিযোগের পর নানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ তনুশ্রীর

প্রকাশিত: ২১:১০, ৭ অক্টোবর ২০১৮

মৌখিক অভিযোগের পর নানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ তনুশ্রীর

অনলাইন ডেস্ক ॥ মৌখিক অভিযোগ তুলেছিলেন বেশ কিছু দিন আগেই। আজ শেষ পর্যন্ত নানা পটেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানার পাশাপাশি কোরিওগ্রাফার-পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধেও মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাচক্রে, শুটিং সেরে আজই মুম্বাই ফিরেছেন নানা। মুম্বাই বিমানবন্দরে টিভি চ্যানেলের ক্যামেরার সামনে আরও এক বার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা তাঁর সঙ্গে অস্বস্তিকর আচরণ করেন। তিনি আপত্তি জানালে নানা একটি রাজনৈতিক দলের কর্মীদের ডেকে এনে তাঁর গাড়ি ভাঙচুর করান। মদত জোগান গণেশ-সহ কয়েক জন। সেই ঘটনার জেরেই থানায় তনুশ্রীর এ দিনের অভিযোগ। ইতিমধ্যেই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন ফারহান আখতার, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানার মতো তারকারা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গাঁধীও হলিউডের ধাঁচে ‘মিটুইন্ডিয়া’ আন্দোলন শুরুর প্রয়োজনীয়তার কথা বলেছেন। নানা আগেই জানিয়েছিলেন, তিনি তনুশ্রীকে ক্ষমা চাইতে বলে আইনি নোটিস পাঠাচ্ছেন। জোধপুর থেকে ‘হাউসফুল-৪’ ছবির শুটিং সেরে আজ মুম্বাইয়ে ফিরতেই বিমানবন্দরে সাংবাদিকেরা ঘিরে ধরেন তাঁকে। ধাক্কাধাক্কিতে গাড়িতে উঠতে অসুবিধে হওয়ায় এক সাংবাদিককে নানা বলেন, ‘‘দরওয়াজা ছোড়ো ভাই!’’ তার পর যা বলেন তার মর্মার্থ হল, ‘‘যেটা মিথ্যে, সেটা মিথ্যেই। দশ বছর আগেই আমি এর জবাব দিয়ে দিয়েছি।’’ চালকের পাশের আসনে বসে গাড়ির কাচ তুলে দৃশ্যত হাল্কা মেজাজেই বিমানবন্দর ছাড়েন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×