ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মীয় বিশ্বাসের জেরে মেয়েকে ৫ বছর দেখেন না টম ক্রুজ

প্রকাশিত: ১৮:২৪, ৮ অক্টোবর ২০১৮

ধর্মীয় বিশ্বাসের জেরে মেয়েকে ৫ বছর দেখেন না টম ক্রুজ

অনলাইন ডেস্ক ॥ হলিউড অভিনেতা টম ক্রুজ তার ১২ বছরের মেয়ে সুরিকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেখেন না। এর পেছনের কারণ টম ক্রুজ সাইন্টোলজি ধর্মে বিশ্বাস। আর টমের এই ধর্মীয় বিশ্বাসের জেরে মাসে দশদিন সুরির সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও, তাদের দেখা হয় না পাঁচ বছর ধরে। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম ক্রুজ ও কেটি হোমস। কিন্তু সাইন্টোলজি ধর্মে বিশ্বাসের কারণেই বিয়ের পাঁচ বছর পর তার স্ত্রী ও অভিনেত্রী কেটি হোমস তাকে ছেড়ে চলে যান এবং সঙ্গে নিয়ে যান একমাত্র মেয়ে সুরি ক্রুজকে। টমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় কেটি জানিয়েছিলেন, তিনি চান না, তার মেয়ে সুরির ওপরে এই ধর্মের কোনো প্রভাব পড়ুক। আর তাই টম ক্রুজের সঙ্গে মেয়েকে দেখা করতে দেন না তিনি।ফলে দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি টম। হততাকপব, সাইন্টোলজি ধর্ম বিশ্বাসের প্রবর্তক হলেন কল্পবিজ্ঞান গল্পের বিখ্যাত লেখক এল রন হাবার্ড। হাবার্ড ১৯৫২ সালে তার বই ডাইনেটিকস-এর মূল বক্তব্য শরীরের সঙ্গে মন বা আত্মার সম্পর্কের ভিত্তিতে ধর্মটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৫৩ সালে ক্যামডেন, নিউজার্সিতে চার্চ অফ সাইন্টোলজি নামে একটি গির্জা প্রতিষ্ঠা করা হয়।
×