ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’ কাল

প্রকাশিত: ০২:২০, ৮ অক্টোবর ২০১৮

‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’ কাল

স্টাফ রিপোর্টার ॥ নৃত্যাঞ্চল প্রযোজিত নৃত্যনাট্য ‘অভয়া মঙ্গলা মা আনন্দময়ী’ মঞ্চায়ন হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনাতনে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। নৃত্যনাট্যটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা। নৃত্যনাট্যে প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদসহ নৃত্যাঞ্চলের প্রায় ৬০ জন শিল্পী অংশ নিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর, বুধবার রাত ৮টায় কলাবাগান মাঠ পূজা কমিটির উদ্যোগে নৃত্যাঞ্চল প্রযোজিত শেখ হাফিজুর রহমান রচিত নৃত্যনাট্য ‘রাই কৃষ্ণ পদাবলী’ মঞ্চায়ন হবে। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নৃত্য পরিচালক সুকল্যাণ ভট্টাচার্য। অংশগ্রহণ করেছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদসহ নৃত্যাঞ্চলের প্রায় ৪০ জন নৃত্যশিল্পী। কলকাতার প্রখ্যাত অভিনয় শিল্পী ইন্দ্রানী হালদার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।
×