ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএমএফের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.১ হতে পারে

প্রকাশিত: ০৩:০৩, ৯ অক্টোবর ২০১৮

আইএমএফের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.১ হতে পারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৭.১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভা চলাকালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.৪ শতাংশ। আর এই বছরের শেষ দিকে বাংলাদেশে ভোক্তামূল্যর সূচক ৫.৮ শতাংশ ও পরের বছর তা ৬.১ শতাংশতে পৌঁছাতে পারে। এদিকে গত ২ অক্টোবরের বিশ্ব ব্যাংক জানিয়েছিল ২০১৮-২০১৯ অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।এছাড়া এডিবির পূর্বাভাসে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির করা হয়েছে। তবে আইএমএফের পূর্বাভাস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রাক্কলনের চেয়ে কম। আর সরকার এই অর্থবছরে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যের কথা জানিয়েছে। সর্বশেষ এই প্রতিবেদন প্রতিবেদনে চীন-যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ২০১৮ ও ২০১৯ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে জুলাই মাসে এই দুই বছরের জন্য ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ ।
×