ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেপুটি গবর্নর পদে আট জনের মৌখিক পরীক্ষা

প্রকাশিত: ০৩:০৪, ৯ অক্টোবর ২০১৮

ডেপুটি গবর্নর পদে আট জনের মৌখিক পরীক্ষা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর (ডিজি) পদে নিয়োগ দিতে আট জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছে এ সংক্রান্ত গঠিত সার্চ কমিটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে তাদের পরীক্ষা নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে ডিজি পদে ১২জন প্রার্থী থেকে ১০জনকে ভাইভার জন্য আহ্বান করা হয়। এর মধ্যে দুইজন ভাইভায় অংশ নেননি। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, শুনেছি মঙ্গলবার ডিজি পদে নিয়োগে ৮-১০ জন প্রার্থীকে ভাইভার জন্য আহ্বান করা হয়েছে। এর বেশি জানি না। ভাইভায় অংশগ্রহণকারীরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, মো.আব্দুর রহিম, মো. ইস্কান্দার মিয়া, সেখ মোজাফফর হোসেন, অশোক কুমার দে ও সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। এছাড়া গত আগস্টে ইউসিবির এমডি পদ হারানো এ ই আব্দুল মুহাইমেন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মো. লিয়াকত হোসেন মোরল। এছাড়া ভাইভায় অংশ নেননি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লাইলা বিলকিস আরা ও সাবেক নির্বাহী পরিচালক সুলতান আহাম্মদ। আর ভাইভা থেকে বাদ পড়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রভাষক। সংশ্লিষ্টরা বলছেন, তিন জনের নাম অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। এর মধ্য থেকে যে কোনো একজনকে ডিজি হিসেবে নিয়োগ দিতে পারে।
×