ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারি হলো আরো ১৩ মাধ্যমিক বিদ্যালয়

প্রকাশিত: ০৪:৫৩, ৯ অক্টোবর ২০১৮

সরকারি হলো আরো ১৩ মাধ্যমিক বিদ্যালয়

অনলাইন রিপোর্টার ॥ দেশের আরো ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (০৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে- যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। রাঙ্গামাটির নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা মডেল হাইস্কুল, বাগেরহাটের টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ ও রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। যশোরের কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জলমা চকরখালী মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। বাগেরহাটের রায়েন্দা পাইলট হাইস্কুল, মাদারীপুরের কালিকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজও এ তালিকায় রয়েছে।
×