ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আয়ান আব্রাজ

ওজনিয়াকির ফেরা

প্রকাশিত: ০৬:৫৯, ১০ অক্টোবর ২০১৮

ওজনিয়াকির ফেরা

গত এক দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্টের আলোচিত তারকা ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার। মেজর কোন শিরোপার দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে স্বপ্নের শিরোপায় চুমো খেলেন ক্যারোলিন ওজনিয়াকি। দীর্ঘ প্রতিপক্ষার পর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। এ বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডেনমার্কের এই টেনিস তারকা। পারফর্মেন্সের সেই ঝলক এখনও দেখিয়ে চলেছেন ক্যারোলিন ওজনিয়াকি। রবিবার চায়না ওপেনেও শিরোপা উঁচিয়ে ধরলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে ক্যারোলিন ওজনিয়াকিকে। এজন্য লড়াই করতে হয়েছে প্রায় এক যুগ। ২০০৫ সালে কয়েকটি জুনিয়র টুর্নামেন্টে অংশ নিয়ে সে বছরেই টেনিস কোর্টে আলো ছড়িয়ে প্রাদপ্রদীপের আলোয় ওঠে আসেন ওজনিয়াকি। তবে সিনিয়র পর্যায়ে বিশ্ব টেনিসপ্রেমীদের নজরে আসেন ২০০৯ সালে। নবম বাছাই হিসেবে ইউএস ওপেনে খেলতে নেমে সেবারই ফাইনালে জায়গা করে নেন তিনি। ডেনমার্কের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøামের ফাইনাল খেলার বিস্ময়কর কীর্তি গড়েন ওজনিয়াকি। কিন্তু ফাইনালে বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে পরের বছরই নতুন কীর্তি গড়েন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করে নেন তিনি। টেনিস ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøাম না জয়ের পরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার বিরল কীর্তি গড়েন ক্যারোলিন ওজনিয়াকি। ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ জানুয়ারির মধ্যে ৬৭ সপ্তাহ ছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। সেই ড্যানিশ টেনিস তারকা যেন ক্রমেই হারিয়ে যেতে থাকেন। তবে দমে যাননি ২৮ বছরের এই খেলোয়াড়। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই তার পুরস্কার পেলেন ড্যানিশ কন্যা। মৌসুমের শেষের দিকে এসে চায়না ওপেনের ট্রফিটাকেও পুনরুদ্ধার করলেন ওজনিয়াকি। মাত্র ২০ বছর বয়সে প্রথম চায়না ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। ডেনমার্কের এ সুন্দরীকে এরপর অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘ আটটি বছর। অর্ধ যুগেরও বেশি সময় পর আবারও বেজিংয়ের এই আসরে চ্যাম্পিয়ন হলেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভাকে সরাসরি ৬-৩, ৬-৩ সেটের সহজ ব্যবধানে পরাস্ত করেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের ৩০তম ডব্লিউটিএ শিরোপা জেতেন ওজনিয়াকি। শুধু তাই নয়, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় চলতি মাসের শেষের দিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ফাইনালস আসরে অংশ নেয়ার বিষয়টিও নিশ্চিত করেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই দুই নম্বর খেলোয়াড়। ২০১৮ সালটা উত্থান-পতনে ভরা ওজনিয়াকির। তবে চায়না ওপেনের শুরু থেকেই ছিলেন দুরন্ত। প্রথম রাউন্ডে বেলিন্ডা বেনচিচ এবং পরবর্তীতে কন্টাভেইট ও সিনিয়াকোভাদের কিছুটা বড় প্রতিপক্ষ হিসেবে মানা যায়। এছাড়া পুরো চায়না ওপেনেই এবার তাকে বড় কোন চ্যালেঞ্জে পড়তে হয়নি। ফাইনালে ২০তম র‌্যাঙ্কিংধারী সেভাস্তোভাকে মোকাবেলা সহজ হবে না বলেই মনে হচ্ছিল। কারণ সেমিফাইনালে ফর্মের তুঙ্গে থাকা জাপানের তারকা নাওমি ওসাকাকে হারিয়ে দিয়েছিলেন এ লাটভিয়ান। তাছাড়া সেভাস্তোভা এবার ইউএস ওপেনের সেমিফাইনাল খেলেছেন। চলতি মৌসুম একেবারে খারাপ যাচ্ছে না তার। ২০১৩ সালে ইনজুরির কারণে টেনসিকে বিদায়ই জানাতে হয়েছিল। তবে অস্থায়ী সেই অবসর ভেঙ্গে আবার ফিরে আসেন তিনি। সুযোগ ছিল চায়না ওপেন জয়ের। কিন্তু বাস্তবে আসলে কোন লড়াই হয়নি। খুব সহজেই দুই সেটে সেভাস্তোভাকে হারিয়ে দিয়েছেন ওজনিয়াকি। সবমিলিয়ে ম্যাচে ৩৫টি আনফোর্সড এরর করেন লাটভিয়ান তারকা যার মধ্যে ২১টিই করেছেন দ্বিতীয় সেটে। ফলে মৌসুমের তৃতীয় শিরোপা হাতে তোলেন ওজনিয়াকি। চায়না ওপেনের ৫টি ম্যাচেই কোন সেট হারেননি ওজনিয়াকি। এমন দুরন্ত পারফর্মেন্সের কারণে ২০১০ সালের পর আবার চায়না ওপেন হাতে তুললেন ক্যারোলিন ওজনিয়াকি। এ মৌসুমে ওসাকার পর তিনিই একমাত্র টেনিস খেলোয়াড় যে গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি আরেকটি মেজর শিরোপা জিতলেন। টেনিস কোর্টে গত কয়েক মৌসুম ধরে একটা বিষয় খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আর তা হলো, একটা গ্র্যান্ডস্লাম জেতার পর সেই খেলোয়াড় নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারছেন না। এক্ষেত্রে রোমানিয়ার সিমোনা হ্যালেপ, লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্সের নাম উল্লেখ করা যায়। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে ইতিহাস গড়েন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। এর পরের সময়টাতে আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আমেরিকান টেনিসের প্রতিভাবান খেলোয়াড় স্লোয়ানে স্টিফেন্সের কথাই দরুণ না! গত বছরে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই খেলোয়াড়। ইনজুরি থেকে মুক্তি পেয়ে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এ মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী সিমোনা হ্যালেপও গ্র্যান্ডস্লাম জয়ের পর আর বড় কোন শিরোপা জিততে পারেননি। টেনিস কোর্টে সেরেনা উইলিয়ামস কিংবা মারিয়া শারাপোভারা দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩ গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা এ মৌসুমেও খেলেছেন টানা দুই গ্র্যান্ডস্লামের ফাইনাল। কিন্তু এখন পর্যন্ত তাদের উত্তরসূরী হিসেবে কাউকে পাচ্ছে না টেনিস দুনিয়া। টেনিসপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে চরম হতাশার খবর। সেক্ষেত্রে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লামজয়ী ওজনিয়াকি চায়না ওপেন জেতায় তার ভক্ত-অনুরাগীরা দারুণ খুশি। ড্যানিশ টেনিস তারকা তার ক্যারিয়ারের ৩০তম শিরোপার মধ্যে ২২টিই জিতেছেন হার্ড কোর্টে। এবার লড়বেন ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা অক্ষুণœ রাখতে। চায়না ওপেন জেতার মাধ্যমে মর্যাদাপূর্ণ সেই আসরে খেলা নিশ্চিত হয়েছে এ ডেনিশ সুন্দরীর। সেটি জিতলে আবারও শীর্ষস্থানে ফিরে আসার একটি সম্ভাবনা থাকবে ওজনিয়াকির। এর আগে ভাল একটি অনুপ্রেরণাই পেলেন তিনি বেজিংয়ে।
×