ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মূল পরিকল্পনাকারীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ ছিলো ॥ কাদের

প্রকাশিত: ২০:২১, ১০ অক্টোবর ২০১৮

মূল পরিকল্পনাকারীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিৎ ছিলো ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় নিয়ে তাৎক্ষণিৎ প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলম্বিত রায় হওয়ায় অখুশি নই আবার অসন্তুষ্টও নই। তিনি বলেন, মূল পরিকল্পনাকারীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিলো।
×