ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থ পাঁচারের অধিকাংশই ব্যাংকের মাধ্যমে ॥ বিআইবিএম

প্রকাশিত: ০৪:০৭, ১০ অক্টোবর ২০১৮

অর্থ পাঁচারের অধিকাংশই ব্যাংকের মাধ্যমে ॥ বিআইবিএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, তার অধিকাংশই হচ্ছে ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব পণ্য আমদানিতে কম শুল্ক দিতে হয়, বিশেষ করে মূলধনী যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল এবং খুচরা যন্ত্রপাতির ক্ষেত্রে বেশি মূল্য দেখিয়ে অর্থ পাচার করা হয়। আবার সরকারি প্রণোদনা পেতে রফতানি পণ্যে বেশি মূল্য দেখানো হয়। এজন্য তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিংয়ের সম্ভাব্য মানি লন্ডারিং ঠেকাতে সচেতনতা বাড়াতে হবে। এ লক্ষ্যে ব্যাংকার, বাংলাদেশ ব্যাংক এবং মোবাইল অপারেটরদের একযোগে কাজ করতে হবে। এতে আরও বলা হয়েছে, সারা বিশ্¦ে এ ধরণের তথ্য প্রযুক্তি ব্যবস্থায় যে ঝুঁকি তৈরি হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে জরুরী ব্যবস্থা নিতে হবে। বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘মানিলন্ডারিং ভালনারেবিলিটিস ইন নিউ পেমেন্ট সিস্টেমস: বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক কর্মশালায় এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক (ট্রেনিং) ড.শাহ মো. আহসান হাবীবের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিআইবিএমের সহকারি অধ্যাপক অন্তরা জেরীন; বিআইবিএমের প্রভাষক মো: ফয়সাল হাসান; এনবিআরের প্রথম সচিব সৈয়দ মুশফিকুর রহমান; বিকাশ লিমিটেডের চীফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফায়ার্স অফিসার মেজর জেনারেল(অব.) শেখ মো: মনিরুল ইসলাম,এনডিসি,পিএসসি; ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এফএভিপি জাহিদ মনসুর। এছাড়া আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব; খোন্দকার আলী কামরান আল জাহিদ; প্রদীপ পাল এবং মো: রশিদ । বিআইবিএমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের অর্থায়নে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের আধিপত্য বেশি। ২০১১ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রফতানি হয় ৭১ শতাংশ। সেই সময় রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে হয়েছিল ১৮ শতাংশ। অবশিষ্ট বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়।
×