ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালত থেকে কারাগারে বাবর-পিন্টুরা

প্রকাশিত: ০৪:১২, ১০ অক্টোবর ২০১৮

আদালত থেকে কারাগারে বাবর-পিন্টুরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্ত ৩১ আসামিকে আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। আদালত থেকে আসামিরা পুলিশের কড়া প্রহরায় বুধবার বিকেল ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে পৌঁছে। এসময় লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুদের অনেককেই বেশ বিমর্ষ দেখা গেছে। এদিন ওই মামলার রায় ঘোষণা উপলক্ষে তাদেরকে কাশিমপুরের তিনটি কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে আদালতে পাঠানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত)-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, আদালত থেকে বিকেল তিনটার দিকে দন্ডপ্রাপ্তরা কারাগারে ফিরে আসে। এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎপুজ্জামান বাবর ও শিক্ষ উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ দন্ডপ্রাপ্তদের অনেককেই বেশ বিমর্ষ দেখা গেছে। কয়েকজনের চোখে জল ছিল। তবে আদালতের রায়ের কপি কারাগারে এসে পৌঁছালে কারাবিধি মোতাবেক ফাঁসি ও যাবজ্জীবনসহ দন্ডপ্রাাপ্তদের কয়েদি পোশাক পরানো হবে এবং ফাঁসির দন্ডপ্রাপ্তদের কনডেম সেলে রাখা হবে। তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দন্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আগে থেকেই তিনি কয়েদি পোশাকে কারাগারে আছেন। তিনি কারাগারে ফাঁসির কনডেম সেলেই থাকেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন। এছাড়া বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা আরিফ হাসান সুমন ও মাওলানা আব্দুর রউফ, পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা ও শহিদুল হক, অতিরিক্ত আইজি খোদা বকস, খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমীন, এএসপি আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমান, ঢাকা মহানগর বিএনপির নেতা আরিফুর রহামান আরিফ, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি রয়েছেন। রায়ের কপি কারাগারে আসলে কারাবিধি মোতাবেক তাদেরকেও কয়েদি পোশাক পরানো হবে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, গ্রেনেড হামলা মামলার দন্ডপ্রাপ্তদের মধ্যে ১৭ আসামি এই কারাগারে বন্দি রয়েছেন। সকালে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় আদালতে পাঠানো হয়। তারাও বিকেলে কারাগারে ফিরে এসেছেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার দায়ে ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত হয়েছেন আরও ১১ আসামি। বুধবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।
×