ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি নৌযান ধ্বংস

প্রকাশিত: ১৮:৪৯, ১১ অক্টোবর ২০১৮

হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি নৌযান ধ্বংস

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনি হুথি বিদ্রোহীদের নৌবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আগ্রাসী সৌদি বাহিনীর একটি সামরিক নৌযান ধ্বংস করেছে। সম্প্রতি মিদি উপকূলে এ হামলা চালানো হয়েছে। দেশটির বিপ্লবী হুথি আনসারুল্লাহ বাহিনী এ হামলা চালায়। হামলায় ওই যানে অবস্থান করা সবাই নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। এর আগে বন্দরনগরী হোদায়দায় সৌদি জোটের বিমান হামলার ঘটনা ঘটে। লোহিত সাগর উপকূলবর্তী কৌশলগত হোদায়দা শহরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত দুই দিনে ৮৬ ব্যক্তি নিহত হয়, যাদের মধ্যে অন্তত ৭৯ জন হুথি যোদ্ধা রয়েছেন। সে হামলার পর হুথি যোদ্ধারা এ হামলা চালাল। সৌদি জঙ্গিবিমান হোদায়দা বন্দরের কাছে একটি এলাকা, দুটি ফার্ম এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের দুটি প্রশিক্ষণ শিবিরের ওপর বোমাবর্ষণ করলে গত ৪৮ ঘণ্টায় এসব ব্যক্তি প্রাণ হারায়।
×