ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় ১৩ দেশের যুদ্ধজাহাজ প্রদর্শনী

প্রকাশিত: ১৮:৫২, ১১ অক্টোবর ২০১৮

দক্ষিণ কোরিয়ায় ১৩ দেশের যুদ্ধজাহাজ প্রদর্শনী

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বিশ্বের ১৩টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক যুদ্ধজাহাজ প্রদর্শনী শুরু করেছে। জাপানের যুদ্ধজাহাজ থেকে বিতর্কিত ‘রাইজিং সান’ নৌ পতাকা সরিয়ে নিতে সিউল অনুরোধ জানালে এর প্রতিবাদ হিসেবে টোকিও এ প্রদর্শনী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। ফলে জাপানকে ছাড়াই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। জাপানি জাহাজে এ পতাকা ওড়ানোর বিষয়ে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে জাপান। জাপানের যুদ্ধজাহাজে প্রদর্শিত বিতর্কিত ‘রাইজিং সান’ নৌ পতাকাটির সঙ্গে বহু মানুষেরই আতঙ্ক জড়িত। ১৯৫৪ সাল থেকে এ প্রতীক জাপানের নৌ-প্রতিরক্ষা বাহিনীর একটি নিশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে পূর্ব এশিয়ার অনেক দেশ প্রতীকটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাদের সামরিক আগ্রাসনের প্রতীক হিসেবে দেখে থাকে। পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাথমিকভাবে জাপানের নৌবাহিনীর নাম অন্তর্ভূক্ত থাকলেও তাদের ওই পতাকা উড়ানোর পরিকল্পনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং এটাকে কেন্দ্র করে তাদের সাবেক এ উপনিবেশে টোকিও বিরোধী একের পর এক বিক্ষোভের প্রতিবাদে তারা অনুষ্ঠানে অংশ নেয়া থেকে বিরত থাকে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জিজু দ্বীপ উপকূলে এ প্রদর্শনী হচ্ছে।
×