ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানসিক অসুস্থতা থাকলে কথা বলুন ॥ দীপিকা

প্রকাশিত: ১৯:১০, ১১ অক্টোবর ২০১৮

মানসিক অসুস্থতা থাকলে কথা বলুন ॥ দীপিকা

অনলাইন ডেস্ক ॥ ২০১৪ সালে দীপিকা বলেছিলেন, তিনি নিজে মানসিক বিষণ্ণতায় ভুগছেন। আজ "ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে"-তে সবাইকে তিনি পরামর্শ দিলেন 'কথা বলুন।' নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপিকা শেয়ার করেছেন একটা ভিডিয়ো। এখানেও নিজের ডিপ্রেশনের কথা স্বীকার করে তিনি বলেন,ভারতবর্ষের ৯০ শতাংশ মানুষ, নিজেদের ডিপ্রেশনের কথা স্বীকার করেন না। সাহায্য চান না কারোর কাছে। এটা অন্যান্য অসুখের মতোই একটা অসুখ, যেটার চিকিৎসা দরকার। এরপর অভিনেত্রীর অনুরোধ, যদি আপনার কোনওরকম মানসিক অসুস্থতা থেকে থাকে, প্লিজ কথা বলুন। লজ্জা না পেয়ে শেয়ার করুন আপনার অভিজ্ঞতার কথা। দীপিকা ছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা, মাধুরী দীক্ষিত নেনের মতো তারকারাও এই দিনটাকে নিয়ে ভাবতে বলেছেন। মানসিক স্বাস্থ্যকেও পর্যাপ্ত গুরুত্ব দিতে বলেছেন দু'জনেই।
×