ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে ডাকাতের ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু

প্রকাশিত: ২১:২৪, ১১ অক্টোবর ২০১৮

সীতাকুণ্ডে ডাকাতের ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে অংশে রোড ডাকাতের ছুরিকাঘাতে মো. সরোয়ার আলম(৪০) নামে এক ট্রাক চাললের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিস সংলগ্ন বিপরীত পাশে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আলিনগর মিছানগর এলাকার দুদুকাজির পুত্র। জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে পন্য বোঝাই একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় আসলে ঢাকামুখি লেইনে ডাকাতের খপ্পরে পড়ে। ডাকাতরা অস্ত্র-সস্ত্র দেখিয়ে ট্রাক চালক ও হেলপারের কাছ থেকে সর্বস্ত ছিনিয়ে নেয়। এ সময় ট্রাক চালক বাঁধা প্রদানের চেষ্টা করলে ডাকাতরারা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ট্রাক চালকের লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করেছি।’ উল্লেখ্য এই স্থানে সম্প্রতি মহাসড়কে ডাকাতের উৎপাত বেড়ে গেছে।
×