ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দূর্ঘটনারোধে কাজ করছে সরকার : পলক

প্রকাশিত: ০০:২০, ১১ অক্টোবর ২০১৮

সড়ক দূর্ঘটনারোধে কাজ করছে সরকার : পলক

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংসদে নিরাপদ সড়ক আইন উত্থাপিত হয়েছে। সরকার ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছে। নিরাপদ সড়ক তৈরী করা আমাদের সবার দায়িত্ব । মালিক, শ্রমিক, পথচারীদের সবার নিজ নিজ ক্ষেত্রে সচেতন হতে হবে। দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলা কোর্টমাঠে নিরাপদ সড়ক চাই সচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিসচা’র সিংড়া উপজেলার সাবেক সভাপতি মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে “পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” শ্লোগান রেখে নিরাপদ সড়ক চাই সচেনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়্যারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, জীবন একবার, জীবনের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের প্রতি, জনগনের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, সিংড়ায় পলকের কারনে ফুটওভার ব্রীজ নির্মান হচ্ছে। পথচারীদের ফুটওভার ব্রীজ ব্যবহার করার আহবান জানান তিনি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, প্রমূখ। পরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরন করা হয়।
×