ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বই ॥ বঙ্গবন্ধুপ্রেমী এক লেখকের কথা

প্রকাশিত: ০৮:০১, ১২ অক্টোবর ২০১৮

বই ॥ বঙ্গবন্ধুপ্রেমী এক লেখকের কথা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, এখনও হচ্ছে। মনে করা হয়ে থাকে বঙ্গবন্ধুকে নিয়ে যত বই লেখা হয়েছে পৃথিবীর কোন সরকারপ্রধান বা রাষ্ট্রনায়ককে নিয়ে এত বেশি বই লেখা হয়নি। বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি বই প্রকাশিত হয়েছে। অবশ্য এটাও সত্য যে বঙ্গবন্ধুকে নিয়ে আজও একটি পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ লেখা হয়নি, যা হয়েছে তার অধিকাংশই পুনরাবৃত্তি। সে সব বইয়ের বেশিরভাগ সাদামাটা বর্ণনামূলক, গবেষণামূলক নয়। তার পরও যে ভাল কাজ হচ্ছে না তা কিন্তু নয়। আবদুল গাফ্ফার চৌধুরী, ড. মযহারুল ইসলাম, ড. মুনতাসীর মামুন, কবীর চৌধুরী, শাহরিয়ার কবির, বেবী মওদুদ প্রমুখ বঙ্গবন্ধুর ওপর প্রচুর ভাল কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের লেখকদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করছেন ড. অজিত কুমার দাস। লেখালেখির জগতে মোটামুটিভাবে তাকে নতুনই বলা যায়। তবে ড. দাসের কাজ অন্য লেখকদের চেয়ে একটু ভিন্ন। ড. দাস শুধু বঙ্গবন্ধুকে নিয়ে নয় তিনি কাজ করছেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থার ওপর এমফিল ও পিএইচডি সম্পন্ন করলেও তিনি তাঁর কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে। এ পর্যন্ত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লেখা তার ১০টি গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। ড. দাস রচিত বইগুলোতে বঙ্গবন্ধু সংগ্রামী রাজনৈতিক জীবনের অনেক অজানা তথ্য সন্নিবেশিত হয়েছে যা অন্যান্য লেখকের গ্রন্থে নেই উপরন্তু স্বাধীনতা পূর্বকালে ভাষা আন্দোলন ও স্বায়ত্তশাসন এবং স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের অবদান, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের ভূমিকা, আগস্ট হত্যাকা-, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার যে অবদান সেগুলোও আলোচ্য বইগুলোতে বস্তুনিষ্ঠ এবং তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরা হয়েছে। এ পর্যন্ত তাঁর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২০০০) ও শেখ রাসেল : কুঁড়িতেই ঝরে যাওয়া ফুল (২০১৬) বই দুটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সরকারী-বেসরকারী লাইব্রেরিতে সংরক্ষণ ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচীতে অন্তর্ভুক্ত করেছে। ড. অজিত দাস চাঁপাইনবাবগঞ্জের নাচোল ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে এলাকায় একজন সংস্কৃতিবান কর্মী ও দক্ষ সংগঠক হিসেবে তিনি বঙ্গবন্ধু পরিবারের প্রতি গভীর প্রেম ও মমত্ববোধ থেকে তার লেখার কাজ অব্যাহত রেখেছেন। আবদুল কুদ্দুস খান
×