ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চোখে বাসা বাঁধল কৃমি !

প্রকাশিত: ১৮:৪৯, ১২ অক্টোবর ২০১৮

চোখে বাসা বাঁধল কৃমি !

অনলাইন ডেস্ক ॥ এক ব্যক্তির চোখ থেকে চিকিৎসকরা বের করে আনলেন লম্বা এক কৃমি। আর সেই অস্ত্রোপচারের ভিডিও নিয়ে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ঘটনা ভারতের কর্নাটকের এক হাসপাতালের। ৬০ বছর বয়স্ক এক ব্যক্তি তার চোখে অস্বস্তি নিয়ে ভর্তি হন সেখানে। পরীক্ষা করে দেখা যায়, তার চোখে বাসা বেঁধেছে এক দীর্ঘ কৃমি। যে কোনও মুহূর্তে সেই ব্যক্তি তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারেন, এই আশঙ্কায় চিকিৎসকরা যত দ্রুত সম্ভব কৃমিটিকে চোখ থেকে বের করে আনতে অস্ত্রোপচারের উদ্যোগ নেন। গোটা অস্ত্রোপচারটির একটি ভিডিও তোলা হয় এবং পরে সেই ভিডিও অনলাইনে পোস্ট করা হয়। চোখ থেকে কৃমিটিকে বের করে আনার পরে দেখা যায়, তার দৈর্ঘ্য প্রায় ১৫ সেন্টিমিটার। চিকিৎসকদের অনুমান, মশার কামড় থেকে এই জাতীয় কৃমি মানুষের শরীরে সংক্রমিত হয়।
×