ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইদলিব থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে বিদ্রোহীরা

প্রকাশিত: ১৯:০৪, ১২ অক্টোবর ২০১৮

ইদলিব থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবের প্রস্তাবিত ‘বাফার জোন’ থেকে সব ভারী অস্ত্র-শস্ত্র সরিয়ে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। বেসামরিক নাগরিকদের রক্ষায় তুরস্কের এই উদ্যোগ সফল হলেও আঙ্কারার এখনও বেশি কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিগত কয়েক মাসে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী সামরিক হামলা জোরালো করার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে বিদ্রোহীদের সরিয়ে দেয়। বিদ্রোহীরা ইদলিব প্রদেশে জড়ো হয়। ২০১৫ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিদ্রোহীরা। তবে বড় ধরনের সামরিক অভিযানের মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আসাদ বাহিনী। ইরান ও রাশিয়া দুই দেশই পুরো সিরিয়ার ওপর আসাদ বাহিনীর কর্তৃত্ব দেখতে চায়। অপরদিকে আসাদ বাহিনীর হামলা থেকে বিদ্রোহীদের রক্ষা করতে চায় তুরস্ক। তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এনএলএফ) জানিয়েছে তারা সম্পূর্ণরূপে ভারী অস্ত্রগুলো সরিয়ে নিয়েছে। মুখপাত্র নাজি আল মুস্তাফা বলেন, ‘আমরা ট্যাংক ও কামানসহ সব বড় অস্ত্র সরিয়ে ফেলেছি। এখন আর এগুলো রুশ যুদ্ধবিমান যেন লক্ষ্য করতে না পারে। -আল জাজিরা
×