ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ৬৪০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশিত: ২২:১০, ১২ অক্টোবর ২০১৮

মাগুরায় ৬৪০টি মন্ডপে  দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ এবছর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা মাগুরায় ৬৪০টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শেষ মুহুর্তে মন্ডপে মন্ডপে প্রতিমা রংয়ের কাজ চলছে । জানাগেছে , এবছর জেলায় ৬৪০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২০৫ টি, পৌর এলাকায় ২০টি , মোহম্মদপুর উপজেলায় ১২৩ টি,শালিখা উপজেলায় ১৬৪ট, শ্রীপুর উপজেলায় ১২৮টি পুজা মন্ডপে হচ্ছে । বর্তমানে প্রতিমা রং এর কাজ শুরু হয়েছে। প্রতিমা নির্মাণ শিল্পীদের এক মুহুর্ত বসার সময় নেই । অনেক মন্ডপে প্রতিমা রং এর কাজ শেষ হয়েছে । চলছে সাজসজ্জ্া । পূজার বাজার জমে উঠেছে । চলছে বেচাকেনা । বর্তমানে শাড়ি কাপড় ও গার্মেন্টস দোকানে ভীড় বেশী । মাগুরা সদর উপজেলা পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস জানান, এবছর জেলায় ৬৪০টি পূজা অনুষ্টিত হচ্ছে । যাবতীয় প্রস্তুমি শেষের পথে । আগামী ১৫ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী দূর্গা পূজা শুরু হবে । ১৯অক্টোবর ২০১৮ বিজয়া দশমীর মাধ্যমে দূর্গা পূজা শেষ হবে।
×