ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ৩৭ জেলের কারাদন্ড

প্রকাশিত: ২২:১২, ১২ অক্টোবর ২০১৮

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ৩৭ জেলের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ নিষেধাজ্ঞা অমন্যা করে ভোলার ৪ উপজেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করায় ৪১ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৭ জনকে এক বছর করে করাদন্ড ও ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ভোলা সদর থেকে ২২ জন, বোরহানউদ্দিন থেকে ৩ জন,দৌলতখান থেকে ১১ জন ও লালমোহন থেকে ৫ জন জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৭ জন জেলেকে ১ বছর করে কারাদবন্ড ও বাকী ৪ জন জেলের বয়স কম হওয়ায় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জড়িমানা করা হয়। এছাড়াও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়। উল্লেখ্য, ৭ থেকে ২৮ অক্টোবর ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন করার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
×