ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিয়ামতপুরে কৃষকের রাস্তা বন্ধ করে সরকারী জমি দখল

প্রকাশিত: ২৩:২৪, ১২ অক্টোবর ২০১৮

নিয়ামতপুরে কৃষকের রাস্তা বন্ধ করে সরকারী জমি দখল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকোইল মৌজায় কৃষকের ফসলী জমিতে চলাচলের রাস্তা বন্ধ করে সরকারী জমি জবরদখল করে স্থাপনা তৈরী করেছে স্থানীয় প্রভাবশালীরা। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একাধিকবার অভিযোগ করলেও অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা। এমনকি জেলা প্রশাসক (রাজস্ব) পর পর চার বার উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি তদন্তপূর্বক জরুরী ভিত্তিতে সমাধান করার নির্দেশ দিলেও ইউএনও কোন পদক্ষেপ নেননি। এমন কি ইউএনওর নির্দেশে স্থানীয় ইউনিয়ন ভুমি অফিস তদন্ত প্রতিবেদন দাখিল করলেও হোন পদক্ষেপ নেয়া হয়নি। এমতাস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় সচেতন মহল। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, উপজেলার ওই জমি নাকোইল মৌজায় সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত, যার হাল দাগ নং ১০৩৬, শ্রেনী ডহর, পরিমান ৪.৪৩ একর। ওই দাগে ইতোপূর্বে হাট বসতো। বর্তমানে তা বিলুপ্ত। ওই ডহর দিয়ে স্থানীয় কৃষকরা মাঠে তাদের ফসলী জমিতে চলাচল করতো। হঠাৎ করে এলাকার প্রভাবশালী পচা, শহীদুল, আ. সাত্তার, হেনা বিবি, আজিজুল, রেজাউল বাবু ডঙ্কা ও মোঃ বিপুল সরকারী খাস জমিসক ওই ডহরের মুখ বন্ধ করে ইট ও টিন দিয়ে বাড়ি নির্মান করেছে। ফলে ওই ডহর দিয়ে কৃষক তাদের হাল-গরু, লাঙ্গল, পাওয়ার টিলার এমন কি ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেনা। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনয়ন ভুমি অফিস, এসি ল্যান্ড, ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানানো হয়। কৃষকদের পক্ষে ওই গ্রামের আলহাজ্ব মোসাঃ সামসুন্নাহার অভিযোগটি দাখিল করেন। কিন্তু রহস্যজনক কারনে অদ্যাবধী কোন পদক্ষেপ নেয়া হয়নি। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
×