ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনাকালে ৭ যুবককে আটক

প্রকাশিত: ০২:১৫, ১২ অক্টোবর ২০১৮

হবিগঞ্জে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনাকালে ৭ যুবককে আটক

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ॥ বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গোপন বৈঠক চলাকালে হবিগঞ্জ সদর উপজেলাধীন লস্করপুরস্থ আদ্যপাশা গ্রাম থেকে ৭ যুবককে আটক করেছে র‍্যাব। শ্রীমঙ্গলস্থ র‍্যাব-৯ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জনকন্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিস্ট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও এএসপি মোঃ আফজাল হোসেনের নের্তৃত্বে একটি টীম শুক্রবার ভোর রাত ৩ টার দিকে ওই গ্রামের জনৈক মোতালিব মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় আটককৃতরা বৈঠকে নাশকতা সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা করছিল। আটককৃতরা হলো, গাজীপুর জেলার কাপাশিয়া থানার খোদাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহজাহান (৪০), হবিগঞ্জ সদর উপজেলাধীন আদ্যপাশা গ্রামের ফজর আলীর ছেলে সালাম মিয়া (২৬), একই গ্রামের আনজব আলীর ছেলে রবিউল ইসলাম (২৪), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এমরান হোসেন (২০), একই গ্রামের ফজর আলীর ছেলে আনোয়ার আলী (২৬), একই উপজেলার রামনগর গ্রামের আমীর হোসেনের ছেলে ইউসুফ আহমেদ (২০) ও আলমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল মিয়া (১৯)। এদিকে ওইসব যুবকদের আটককালে ১১ হাজার ৬৪৯ টাকা, ৮ টি মোবাইল সেট, ১০ টি সিম কার্ড উদ্ধার করে র‍্যাব। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একই দিন আটককৃতদেরকে হবিগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সদর থানার অফিসার্স ইনচার্জ জনকন্ঠকে জানান, আটককৃত ওই ৭ যুবককে ৫৪ ধারায় একই দিন কোর্টে চালান দেয়া হলে বিজ্ঞ বিচারক সকলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
×