ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য জনগণ মানবেনা ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২:৩২, ১২ অক্টোবর ২০১৮

খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য জনগণ মানবেনা ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য জনগণ কোনো দিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না এবং মানবেনা। তিনি বলেন, গ্রেনেড হামলার রায়ের পর বিএনপির আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বিএনপি শুধু ২১ আগস্ট নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নবেম্বর জেল হত্যার মধ্যে দিয়ে প্রমাণিত, তারা একটি সন্ত্রাসী দল। ফলে গ্রেনেড হামলার রায় ঘোষণার পর এই স্বাধীন দেশে বিএনপির আর রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘায় উপজেলা শ্রমীক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো মন্ত্রী ও এমপি ভুল করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেনি। জেলে পাঠিয়েছেন, শাস্তি দিয়েছেন। কিন্তু গ্রেনেড হামলায় জড়িত খালেদা জিয়া তাঁর ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছেন। তবে ব্যর্থ হয়েছেন। ১০ বছর পর আদালত খুনিদের বিচারের রায় দিয়েছেন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাবাজ আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহসভাপতি আজিজুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নছিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, কামাল হোসেন, রাজশাহী জেলা শ্রমিকলীগের সভাপতি আবদুল্লাা খান, সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমুখ। সমাবেশের শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি শ্রমীকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে কেটে সমাবেশের উদ্বোধন করেন।
×