ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৫, ১৩ অক্টোবর ২০১৮

  আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের  দায়িত্ব ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি এ জন্য আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি শুক্রবার জেলার আখাউড়ায় নির্বাচনী গণসংযোগ করেন। মন্ত্রী আখাউড়ার রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নের লিফলেটও বিতরণ করেন। তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি আখাউড়ায় সাংবাদিকদের ২১ আগস্টের গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে বলেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। রায় কার্যকর করতে আমরা চেষ্টা করব। কোর্টের আদেশ পালন করা আমাদের দায়িত্ব। কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, কসবা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ভুইয়া কাউসার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক কসবা সাবরেজিস্ট্রি অফিসের নতুন ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা সাবরেজিস্ট্রার অফিস চত্বরে জেলা রেজিস্ট্রার শেখ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা ও দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বাংলাদেশের জনগণ বিচার পেয়েছে। তিনি শেখ হাসিনা সরকারের আমলে দেশের সাবরেজিস্ট্রার অফিস প্রায় আড়াই লাখ লোকের নকলনবিস পদে চাকরি হয়েছে এবং প্রতিটি উপজেলায় নতুন সাবরেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন নিবন্ধন অধিদফতরের মহাপরিচালক খান মোঃ আব্দুল মান্নান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম সারোয়ার, গণপূর্ত সার্কেল কুমিল্লার প্রকৌশলী এ. কিউ এম শাহজালাল মজুমদার, গণপূর্ত অধিদফতর ঢাকার প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমদ। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া, আইনমন্ত্রীর এপিএস এ্যাডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন, উপজেলা সাবরেজিস্ট্রার অফিসার নাজনীন জাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।
×