ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোবিহীন পর্তুগালের জয়

প্রকাশিত: ০৫:৪২, ১৩ অক্টোবর ২০১৮

  রোনাল্ডোবিহীন পর্তুগালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবলে দাপট দেখাচ্ছেন তারা। কিন্তু রাশিয়া ?বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি কেউ। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসিকে ছাড়াই যেমন বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। তেমনি উয়েফা ন্যাশন্স লীগে পর্তুগালও জয় পেয়েছে অধিনায়ক রোনাল্ডোকে ছাড়া। ইউরোপের মিনি বিশ্বকাপখ্যাত উয়েফা ন্যাশন্স লীগে এদিন পোল্যান্ড আতিথ্য দিয়েছিল পর্তুগালকে। এই ম্যাচে পর্তুগাল কষ্টের জয় পেয়েছে। দুই সিলভার গোলে এদিন তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে পোল্যান্ডকে। নিজেদের মাঠে পোল্যান্ড প্রথমেই এগিয়ে গিয়েছিল। ১৮ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিজিস্টোফ পিয়াটেক। কিন্তু ৩১ মিনিটে আন্দ্রে সিলভা গোল করলে সমতায় ফেরে পর্তুগাল। বিরতিতে যাওয়ার মাত্র তিন মিনিট আগেই নিজেদের জালে বল জড়িয়ে বসেন পোল্যান্ডের কামিল গ্লিক। আর তাতেই কপাল খোলে পর্তুগালের। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে পর্তুগালের হয়ে আরও একটি গোল করেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার বার্নার্দো সিলভা। এদিকে ৭৭ মিনিটে জেকুব ব্লাজসিনস্কি পোল্যান্ডের হয়ে আরও একটি গোল করলেও পরের সময়টাতে নিজেদের জাল সুরক্ষিত রাখে পর্তুগাল। যে কারণে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। পোল্যান্ডকে হারিয়ে ন্যাশন্স লীগের ‘সি’ গ্রুপে দুই ম্যাচ খেলে দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে পর্তুগাল। পরের ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেই ম্যাচেও খেলবেন না দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারের অনেকটা সময় কাটানোর পর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন সিআর সেভেন। প্রায় এক দশক স্প্যানিশ লা লিগায় রাজত্ব করার পর গত গ্রীষ্মেই জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়েন রোনাল্ডো। কিন্তু ইতালিতে তার শুরুটা মোটেও ভাল হয়নি তার। প্রথম কয়েক ম্যাচে গোলের দেখা পাননি তিনি। তবে গোলখরা কাটিয়ে উঠতে খুব বেশি সময় নেননি সিআর সেভেন। কিন্তু গোল পাওয়ার পর রোনাল্ডোর বিরুদ্ধে এখন ৯ বছর আগের ধর্ষণের পুরনো অভিযোগে বিশ্ব গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এদিকে উয়েফা ন্যাশন্স লীগে বৃহস্পতিবার আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে সার্বিয়া। স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচের জোড়া গোলে তারা ২-০ গোলে হারায় মন্টেনিগ্রোকে। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন তিনি। প্রথমার্ধের ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন মিত্রোভিচ। আর রেফারির শেষ বাঁশি বাজানোর ৯ মিনিট আগে করেন দলের দ্বিতীয় গোলটি। লিথুনিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রোমানিয়া। ম্যাচ শুরুর ১৩ মিনিটে লিড নিলেও ৮৯ মিনিটে গোল হজম করে রোমানিয়া। তবে নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচ জিতে নেয় সফরকারী রোমানিয়া। রোমানিয়ার পক্ষে ১৩ মিনিটে এ্যাটাকিং মিডফিল্ডার আলেকজান্দ্রু চিপচিউ ও ৯৪ মিনিটে আরেক এ্যাটাকিং মিডফিল্ডার আলেকজান্দ্রু ম্যাক্সিম গোল করেন। ৮৯ মিনিটে লিথুনিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার অরতুরাস জুলপা। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে নেয় রোমানিয়া। এছাড়া আজারবাইজান ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ফারো আইল্যান্ডকে। কোসোভা ৩-১ ব্যবধানে হারের স্বাদ উপহার দেয় মাল্টাকে।
×