ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাজিয়া স্নিগ্ধা

লন্ডনে উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন

প্রকাশিত: ০৬:৫৩, ১৪ অক্টোবর ২০১৮

লন্ডনে উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৭ অক্টোবর পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। এ মেলায় ব্রিটেনে বসবাসকারী প্রবাসী বিভিন্ন শ্রেণী, পেশার বাঙালীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। মেলা অভিমুখেই সারি বাঁধানো ছিল উন্নয়নের বই সংবলিত বিভিন্ন স্টল। যেখানে ছিল বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ বই, মুক্তিযুদ্ধ নিয়ে বই, যুক্তরাজ্যভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের প্রকাশনা ‘উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর প্রথম খণ্ড, গত নয় বছরে বাংলাদেশের উন্নয়নসমূহের লিফলেট, ম্যাগাজিন, ছবি। এছাড়াও বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রদত্ত সেবাসমূহের তথ্য এবং বিভিন্ন ফর্ম। উন্নয়ন মেলা ২০১৮ লন্ডনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ভাগে ফার্স্ট সেক্রেটারি এবং হেড অব চেন্সারি সুদীপ্ত আলম বাংলাদেশ সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দিতে অনুরোধ জানান বাংলাদেশ হাইকমিশন লন্ডনের মান্যবর হাইকমিশনার নাজমুল কাওনাইনকে। হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড এবং সারা বিশ্বে বাংলাদেশের আজকের অবস্থান তার প্রতিচ্ছবি এবং ছায়া বৃহত্তর লন্ডনে বসবাসরত বাংলাদেশীদের সামনে তুলে ধরার প্রচেষ্টায় এ উন্নয়ন মেলার আয়োজন। এরপর প্রদর্শিত হয় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গত নয় বছরে বাংলাদেশের উন্নয়ন, নতুন নতুন উদ্ভাবন, বিশ্বদরবারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাপ্তি ও সম্মান এবং উন্নয়নের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কমার্শিয়াল কাউন্সিলর এসএম জাকারিয়া হকের তথ্যভিত্তিক স্বচিত্র পরিবেশনা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালীদের সম্মানিত প্রতিনিধিদের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণকারী যুক্তরাজ্যভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের গবেষক সাজিয়া সুলতানা স্নিগ্ধা। তাঁর বক্তব্যে স্টাডি সার্কেলের পরিচিতি এবং লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ঘরে, প্রতিটি প্রান্তে সমন্বিতভাবে যেভাবে হয়েছে এবং একটির সঙ্গে আরেকটি কীভাবে সম্পর্কিত তা সহজভাবে বিভিন্ন উদাহরণ এবং তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরেন উপস্থিত সকলকে। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সঙ্গে আগামী নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতে আবার দায়িত্বভার অর্পণ করার আহ্বান জানান সবাইকে। উল্লেখ্য, এবারের মেলায় স্টাডি সার্কেল আওয়ামী লীগ সরকারের গত নয় বছরের উন্নয়নে কৃষি খাত, বিদ্যুত জ্বালানি খাত, স্বাস্থ্য ওষুধ খাত, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ খাত এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে তাঁদের প্রকাশনা ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ উপস্থিত প্রবাসীদের বিনামূল্যে প্রদান করে। আলোচনা সভার দ্বিতীয় বক্তা বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল যুক্তরাজ্যের সভাপতি নাইমুদ্দিন রিয়াজ ক্রীড়া ক্ষেত্রে নারীদের সাফল্য তুলে ধরেন। সর্বশেষ বক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বাংলার মুক্তিসংগ্রামের সময় বাংলাদেশের তৎকালীন চিত্র এবং বর্তমান বাংলাদেশের চিত্রের তুলনামূলক উন্নয়ন অগ্রযাত্রা তাঁর মতো একজন মুক্তিযোদ্ধার জন্য যে কতটা গর্বের তা ভাষায় প্রকাশ করা অসম্ভব বলে অভিহিত করেন। মেলায় উপস্থিত দর্শক তাঁর অভিব্যক্তিতে বলেন, এ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট,বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ জনগুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতির জন্য সুফলদায়ক বেশকিছু প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রবাসে থেকে দেশের এ সকল উন্নয়নের কথা আমাদের গর্বিত করে এবং এ রকম মেলার আয়োজন আরও বেশি হওয়া উচিত যাতে আমরা প্রবাসীরা দেশ সম্পর্কে আরও তথ্য জানতে পারি। লন্ডন বাংলাদেশ হাইকমিশনের চতুর্থ উন্নয়ন মেলা শেষ হয় প্রবাসী বাঙালীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ঊর্মি মাজহার এবং ড. সতত সুপ্রিয় রায় এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস, তাল তরঙ্গ, সাদিয়া আফরোজ, ফজলুল বারী বাবু, মিলন, শাহনাজ সুমি, শতাব্দী রায়, শরমিলা দাস প্রমুখ।
×