ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরখানে দগ্ধ পরিবারের আরেক নারীর মৃত্যু

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ অক্টোবর ২০১৮

উত্তরখানে দগ্ধ পরিবারের আরেক নারীর মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রবিবার সকালে সুফিয়া বেগম নামে ৫০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। সুফিয়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার ভোরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল। ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন। উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, উত্তরখানের ব্যাপারীপাড়ার তিনতলা ওই ভবনের নিচতলায় পাইপ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে গিয়েছিল। শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরের চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালেই মো. আজিজুল ইসলাম (২৭) নামে একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা বেগম (২০)। আর আজিজুলের ফুফু সুফিয়া বেগম মারা যান রবিবার সকালে। এসআই বাচ্চু মিয়া জানান, সুফিয়ার মেয়ে আফরোজা আক্তার পূর্ণিমা (৩০), পূর্ণিমার ছেলে সাগর (১২), আজিজুলের বোন আঞ্জু আরা (২৫), তার স্বামী ডাবলু মোল্লা (৩৩), তাদের ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আনজু ও আব্দুল্লাহ ছাড়া বাকি সবার অবস্থাই গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিবারের সদস্যরা গত মাসে ওই বাসার নিচতলায় ওঠেন। সেখানে তিনটি কক্ষে তারা থাকতেন। তাদের বাড়িপাবনার ভাঙ্গুরায়। মুসলিমা ও পূর্ণিমা উত্তরখানের একটি পোশাক কারখানায় কাজ করতেন। আজিজুল একটি মাছের খামারে কাজ করতেন এবং ডাবলু অটোরিকশা চালাতেন। ডাবলুর ছেলে আব্দুল্লাহ ময়নারটেক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ছিল।
×