ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তৃতীয় লিঙ্গের মানুষদের সৌন্দর্য প্রতিযোগিতা

প্রকাশিত: ১৯:০৯, ১৪ অক্টোবর ২০১৮

তৃতীয় লিঙ্গের মানুষদের সৌন্দর্য প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক ॥ তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝেও রয়েছে সৌন্দর্য চেতনা। তাদেরও রয়েছে গ্ল্যামার জগতে প্রবেশের অভিলাষ। আর একে বাস্তব রূপ দিতে সম্প্রতি ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদের সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম ছিল ‘মিস ট্রান্সকুইন ভারত’। জানা গেছে, ‘মিস ট্রান্সকুইন’ শিরোপার জন্য চুড়ান্ত পর্বে লড়াইয়ে নামে প্রায় একশ জন হিজড়া। একসময়ের বলিউডের নামকরা অভিনেত্রী রিনা রাই এই প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা। প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষকও তিনি। এই সম্প্রদায়ের সাথে কয়েক বছর ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন রিনা রাই। তিনিই ‘মিস ট্রান্সকুইন ভারত’-এর প্রতিষ্ঠাতা ও মুখপাত্র। রিনা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।
×