ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬ রানের লিড পেল ভারত

প্রকাশিত: ২০:৩৮, ১৪ অক্টোবর ২০১৮

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬ রানের লিড পেল ভারত

অনলাইন ডেস্ক ॥ বড় লিডের আশা ডালপালা মেলছিল। কিন্তু, তা হল না। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৫৬ রানের লিড পেল ভারত। ফলে জমে গেল টেস্ট। রবিবার সকালে চার উইকেটে ৩০৮ রান নিয়ে শুরু করেছিলেন ঋষভ পন্থ ও অজিঙ্কা রাহানে। দু'জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। অসমাপ্ত পঞ্চম উইকেটে ঋষভ-রাহানে দেড়শোর মতো রান যোগও করে ফেলেছিলেন। মনে করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রান টপকে দেড়শো থেকে দু'শো রানের লিড নেবে টিম ইন্ডিয়া। ভারদের প্রথিম ইনিংসের রান ৩৬৭। লাঞ্চের পর খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ ওভার খেলে ২ উইকেট হারিয়ে করেছে ২০ রান। অন্যরকম ভেবেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। রবিবার সকালে তাঁর পাঁচ উইকেট ভাঙন ধরাল। রাহানে (৮০), রবীন্দ্র জাডেজা (০), কুলদীপ যাদব (৬) পরপর ফিরলেন তাঁর বলে। অসাধারণ বোলিং গড় তাঁর। ২৩-৫-৫৬-৫। এর আগে ব্যাটেও ৫২ করেছিলেন হোল্ডার। প্রথম টেস্টে তাঁর অনুপস্থিতি কতবড় ধাক্কা ছিল, তা বোঝাচ্ছেন তিনি। রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ৯২ রানে ফিরেছিলেন ঋষভ। এদিনও শ্যানন গ্যাব্রিয়েলের বলে ওই রানেই ফিরলেন। পরপর দুই টেস্টে, লাগাতার দুই ইনিংসে ৯২ রানে ফিরলেন তিনি। রাহানেও তিন অঙ্কের রানে পৌঁছনোর সুযোগ হারালেন। লোয়ার অর্ডারে রান পেলেন না উমেশ যাদব (২)। কুঁচকির চোট নিয়েও নেমে ৪ রানে অপরাজিত থাকলেন শার্দুল ঠাকুর। ভারতের লিড পঞ্চাশের ওপারে নিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন (৩৫)। শেষ উইকেটে অশ্বিন-শার্দুল যোগ করলেন ২৮ রান। যা ম্যাচের পরিস্থিতি অনুসারে মূল্যবান হয়ে উঠছে। শেষ ব্যাটসম্যান হিসেবে তাঁকে ফেরালেন গ্যাব্রিয়েল (৩-১০৭)। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×