ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: ০২:২২, ১৪ অক্টোবর ২০১৮

বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আজ রবিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তরিকুল ইসলামের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরিকুল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁকে দেখতে গেছেন। শায়রুল কবির খান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তরিকুল ইসলামের মৃত্যুর খবরটি সত্য নয়। গুজব না ছড়ানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির প্রবীণ নেতা তরিকুল ইসলাম অনেক অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীর কাছে তাঁর পরিবার দোয়া প্রার্থনা করেছেন। তাঁর আরোগ্য কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছেন দলের নেতাকর্মীরাও।’ গত শুক্রবার তরিকুল ইসলামকে পুরান ঢাকার গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল শনিবার তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর ব্যক্তিগত কর্মকর্তা শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত বছর তরিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
×