ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজার উৎসব নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই : মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: ০৩:১৪, ১৪ অক্টোবর ২০১৮

দুর্গাপূজার উৎসব নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই : মেয়র সাঈদ খোকন

অনলাইন রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ১৫২টি পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন এ আহবান জানান। আজ রবিবার নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল। তাই দুর্গাপূজার উৎসব নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই। তবে নগরবাসীকে আহ্বান জানাবো, এমন কোনো মন্তব্য করবেন না, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, উদ্বেগের আশঙ্কা জাগায়। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন, ডিএসসিসি সচিব খান মো: শাহাবউদ্দিন ও বিভিন্ন পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, ধর্ম নিরপেক্ষতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ এগিয়ে চলছে। তবে অনেক সার্থান্বেসী মহল এর মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। অবশ্য তা নতুন কোনো বিষয় নয়। বহু বছর আগে থেকে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে তাদের নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব ভাবনা প্রতিফলন করে এসেছে। এতে বিভিন্ন প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, সত্যিকার অর্থে মানুষ যদি তার ধর্মের মাধ্যমে পরিচালিত হয় তাহলে এগুলো হওয়ার কথা নয়। যারা ধর্মকে নিজের মনের মতো করে পরিচালনা করতে চায় তারাই এগুলো সৃষ্টি করে। আমরা চাই যে চেতনায় দেশ স্বাধীন হয়েছে সেই চেতনায় এগিয়ে চলবে।
×