ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ভিড়ের মধ্যে বিমান ॥ নিহত ৩

প্রকাশিত: ১৯:১৫, ১৫ অক্টোবর ২০১৮

জার্মানিতে ভিড়ের মধ্যে বিমান ॥ নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ জার্মানিতে ল্যান্ড করার চেষ্টারত ছোট একটি বিমানের আঘাতে তিন জন নিহত হয়েছেন। রবিবার দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের কাছে ভাস্সাকুপা পর্বতের একটি বিমানক্ষেত্রে এ ঘটনা ঘটেছে বলে খবর বিবিসির। ঘটনার আগে এক ইঞ্জিনের সেসনা বিমানটি একবার নামার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে ফের উপর দিকে উঠার চেষ্টা করার সময় বিমানক্ষেত্রের একটি বেড়ায় আঘাত করে বেড়া ভেঙ্গে পাশের রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে থাকা একদল লোককে গিয়ে আঘাত করে। স্থানীয় সময় প্রায় পৌনে ৪টার সময় ঘটনাটি ঘটে। এতে দুই নারী ও এক বালক নিহত হয়। এ ঘটনায় বিমানের চার আরোহীসহ পাঁচ জন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। নিহতদের শনাক্ত করার চেষ্টা করছে তারা। নিহত বালকটির বয়স ১০ বছর হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিমানটির সামান্য আঘাত পাওয়া ৫৬ বছর বয়সী পাইলট ও তিন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনার সময় আবহাওয়া ভাল ছিল বলে জানা গেছে। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
×