ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তি পেলেন রুশ বিরোধী নেতা নাভালনি

প্রকাশিত: ২০:০৩, ১৫ অক্টোবর ২০১৮

মুক্তি পেলেন রুশ বিরোধী নেতা নাভালনি

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সম্প্রতি তিনি মুক্তি পান। নাভালনি ২৪ সেপ্টেম্বর থেকে ২০ দিন কারাভোগ করেন। গত মাসে অবৈধ বিক্ষোভ করায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও বিক্ষোভের কারণে কয়েকবার কারাগারে গেছেন নাভালনি। গত মাসে গ্রেপ্তার হওয়ার আগেও ৩০ দিন কারাভোগ করেছেন তিনি। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। মুক্তি পাওয়ার পর নাভালনি বলেন, গত ৫০ দিন ধরে আমি জেলে ছিলাম। এসময় আমরা এমন অনেকে প্রমাণ দেখেছি যা থেকে বোঝা যায় যে, এই সরকার পুরোপুরিভাবে শেষের দিকে রয়েছে। তিনি বলেন, কেউ যদি ভাবে যে গ্রেপ্তার করে তারা আমাদের থামাতে পারবে বা ভয় দেখাতে পারবে তাহলে তারা পরিষ্কারভাবে ভুল। সূত্র -- আল জাজিরা
×