ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে আবাসস্থল ও কর্মসংস্থানের দাবিতে হিজড়াদের মানববন্ধন

প্রকাশিত: ২১:৪০, ১৫ অক্টোবর ২০১৮

শেরপুরে আবাসস্থল ও কর্মসংস্থানের দাবিতে হিজড়াদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘হিজড়া বলে অবহেলা নয়, আমরাও মানুষ, আমাদেরও রয়েছে বেঁচে থাকার অধিকার’Ñ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে বাসস্থান ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাওয়া হিজড়া সম্প্রদায়। সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি নিশি আক্তার, সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম, সর্দারনী রিতা আক্তার, ময়ুরী প্রমুখ। ওইসময় তারা তাদের প্রতি সমাজের অবহেলা ও লাঞ্ছনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সরকার হিজড়া সম্প্রদায়ের সদস্যদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও আজও সামাজিক স্বীকৃতি মেলেনি। সুযোগ হয়ে উঠেনি অন্যদের মত কাজ করার। ফলে প্রায় অর্ধশতাধিক সদস্যকে শহরের ভাড়া বাসায় থেকে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তাই তারা সামাজিক মর্যাদার স্বীকৃতিসহ দ্রুত পৃথক আবাসস্থল ও কর্মসংস্থানসহ সকল মৌলিক অধিকার ভোগের সুযোগদানের দাবি জানান। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। পরে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ওই স্মারকলিপি গ্রহণ করে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন মাধ্যমে সম্ভবপর সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে তাদের আশ্বস্ত করেন। ওইসময় সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
×